Academimc Head

Md Bacchu Matubber

Department N/A

মোঃ বাচ্চু মাতুব্বর যিনি পুলিয়া উচ্চ বিদ্যালয় এর প্রধান হিসেবে নিয়জিত রয়েছেন ।

প্রধান শিক্ষকের বাণী

সময়ের দাবি মেটাতে পুলিয়া উচ্চ বিদ্যালয় এর অথরিটির মাননীয় চেয়ারম্যান মহোদয়, পরিচালনা পর্ষদ ও সদস্যগণের আন্তরিক প্রচেষ্টায় এবং অভিভাবকদের আন্তরিকতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায়, শিক্ষদের দক্ষতা – আন্তরিকতায় বাইশরশি শিব সুন্দরী একাডেমি, সদরপুর, ফরিদপুর” একটি সুনামধন্য বিদ্যাপীঠ হিসেবে দক্ষিন বঙ্গে জায়গা করে নিয়েছে। আমি এ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হওয়ায় গর্ববোধ করি এবং পরম করুনাময়ের নিকট কৃতজ্ঞতা জানাই। আশা রাখি সকল শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহায়তায় আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে পারবো এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম উত্তরত্তোর বৃদ্ধি করতে চেষ্টা অব্যাহত থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে উৎকৃষ্ট জীবনের স্বপ্ন তোমরা দেখে চলেছ, তারই সিংহতোরণ অন্বেষণের জন্য তোমাদের তৈরি করতে, তোমাদের মধ্যে মূল্যবোধের চেতনা, কর্তব্যনিষ্ঠা ও দায়িত্ববোধ গড়ে তুলতে এবং সঠিক শিক্ষায় শিক্ষিত করে তোলার প্রয়াসে ‍উৎসাহ উদ্দীপনা যোগাতে এ প্রতিষ্ঠান সবসময় তোমাদের সঙ্গী হবে। তোমাদের সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি। এ শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যা বিভা ছড়িয়ে পড়ুক দশদিকে। মহান সৃষ্টিকর্তা সকলের সহায় হোন এই প্রত্যাশা রাখি ।

Contact Info

Educational Experiance & Training

  • In 2021 - Present
    Head Teacher
    N/A Department

    মোঃ বাচ্চু মাতুব্বর যিনি পুলিয়া উচ্চ বিদ্যালয় এর প্রধান হিসেবে নিয়জিত রয়েছেন ।

    Pluia High School
    Pulia, Bhanga, Faridpur
  • In 2014 - In 2021
    Head Teacher
    N/A Department

    মোঃ বাচ্চু মাতুব্বর যিনি উক্ত বিদ্যালয় এর প্রধান হিসেবে নিয়জিত ছিলেন।

    Tuzarpur S.A. High School
    Tuzarpur, Bhanga, Faridpur